চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডিসেম্বর মাসে রপ্তানিতে নতুন রেকর্ড

এক মাসের মাথায় রপ্তানি আয়ে নতুন রেকর্ড হয়েছে। গত নভেম্বর মাসে ৫.০৯ বিলিয়ন আয়ের পর ডিসেম্বর মাসে নতুন রপ্তানি আয় হয়েছে ৫.৩৬ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সোমবার তথ্য প্রকাশ করে বলেছে: ২০২২ সালের শেষ মাসে গত ডিসেম্বরের তুলনায় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৩ শতাংশ। নভেম্বর-ডিসেম্বরে ভর করে অর্থবছরের প্রথম ৬ মাসে জুলাই থেকে ডিসেম্বর সময়ে রপ্তানি আয় দাঁড়াল ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে তা ১০ দশমিক ৫৬ শতাংশ বেশি।

এই আয়ের মধ্যে ২৩ বিলিয়ন ডলার বা ৯২ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। ছয় মাসে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ।

ডিসেম্বরে বড় প্রবৃদ্ধির ফলে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বর শেষে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। অক্টোবর শেষে এটা ছিল ৭ শতাংশ।

Labaid
BSH
Bellow Post-Green View