রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের লক্ষ্যে মক ভোটিং বা ভোটার শিখন কার্যক্রম চলছে। এ কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা। অপরদিকে মক ভোটিংয়ে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। দুর্নীতিমুক্ত পরিবেশে ইভিএম-এ ভোটগ্রহণ হবে বলে আশা করছেন আওয়ামী লীগ প্রার্থী।






