এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবিলায় ‘শক্তিশালী পরিকল্পনার’ কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেয়া হয়েছ।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে তাহলে তা মোকাবিলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে। তবে তিনি এমন বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেয়ার উপর জোর দেন।
বুধবার (২ এপ্রিল) ইইউ প্রধান জানান, বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলার আশা করেন তিনি। কিন্তু ওয়শিংটনের যে কোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ‘শক্তিশালী পরিকল্পনার’ বিষয়ে বিস্তারিত জানাননি ইইউ প্রধান।
প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন `লিবারেশান ডে’। সেদিন একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে সেই নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা। কিছু বিশেষজ্ঞ বলছেন, ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের মতে বিদেশি দ্রব্যের উপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে যুক্তরাষ্ট্রের।
অবশ্য এরই মধ্যে ইউরোপের উপর বাণিজ্য শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে রয়েছে ইউরোপে উৎপাদিত গাড়ির উপর ২৫ ভাগ শল্ক আরোপ।
ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট ফন ডের লাইয়েন বলেন, আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে আগামীকালের ঘোষণা সতর্কতার সাথে পর্যালোচনা করব৷ পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে জোটের নেতাদের সাথে আলোচনা করছেন বলেও জানান তিনি।
আলোচনার প্রস্তাব ফন ডেয়ার লাইয়েন এর
শক্তিশালী পদক্ষেপ নেয়া কথা বললেও পরিস্থিতি সামলাতে আলোচনার কথাও জানালেন ইইউ প্রেসিডেন্ট। সংসদে ইইউ কমিশনের প্রধান ফন ডেয়ার লাইয়েন বলেন, আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে সমাধান বের করা।
সেইসাথে তিনি আরো বলেন, “তবে অবশ্যই, যদি প্রয়োজন হয়, আামরা আমাদের স্বার্থ, আমাদের জনগণ এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করব।”
তিনি দাবী করেন, মুখোমুখি এই অবস্থা ইউরোপ তৈরি করেনি। আমরা প্রতিশোমূলক ব্যবস্থা নিতে চাই না। কিন্তু যদি দরকার হয় তাহলে আামাদের একটি শক্ত পরিকল্পনা রয়েছে, আমরা সেটি ব্যবহার করব।








