প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী হলেও, একাদশ সাজাতে ঝুঁকি নেননি লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। আক্রমণে মোহাম্মেদ সালাহ-কোডি গ্যাকপোর সঙ্গে ছিলেন লুইস দিয়াজ। তিন তারকার গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তাতে ইউরোপা লিগে গ্রুপ পর্যায়ে শীর্ষে থেকে শেষ ষোলোতে পা রেখেছে অলরেড বাহিনী।
ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার ক্লাব লাস্ককের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। গ্রুপ ‘ই’ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ফ্রান্সের ক্লাব তুলুজ। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিভারপুল, আর ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তুলুজ।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে লিভারপুল। সুফল আসে ১২ মিনিটের মধ্যে। জো গোমেজের ক্রসে হেডে দলকে লিড এনে দেন দিয়াজ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাকপো। ডি-বক্সে সালাহর বল ক্লিয়ার করতে গিয়ে গ্যাকপোর পায়ে বল দিয়ে বসেন লাস্কের এক ডিফেন্ডার। বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ডাচ স্ট্রাইকার।
২-০ গোলে এগিয়ে বিরতি থেকে ফিরে আবারও আক্রমণে যায় ক্লপের দল। ৫১ মিনিটে স্পটকিক থেকে গোল করে ৩-০ করেন মিশরীয় তারকা ফরোয়ার্ড সালাহ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৪ বর্ষী গ্যাকপো। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেড বাহিনী।







