উয়েফা ইউরোপা লিগে তৃতীয় বাছাই পর্বের ম্যাচে টাইব্রেকারে ৩৪ পেনাল্টির মাধ্যমে এক ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। ঘটনাটি নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্স আমস্টারডাম এবং পানাথিনাইকোসের ম্যাচের। ম্যাচটি উয়েফার প্রতিযোগিতায় রেকর্ডও করেছে।
টাইব্রেকারে পেনাল্টি শটে নায়ক হয়েছেন আয়াক্স গোলরক্ষক রেমকো প্যাসভির, তিনি পাঁচটি শট ঠেকানোর পাশাপাশি নিজেও গোল করেছেন। উভয় দলের ছয়জন খেলোয়াড়কে দুবার করে শট নিতে হয়।
আধাঘণ্টা ধরে চলা পেনাল্টি শ্যুটআউটে আয়াক্স ১৩-১২ ব্যবধানে জিতেছে। তার আগে দল দুটিকে নিতে হয়েছে ১৭টি করে শট, তারপর ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল।
এর আগে উয়েফার সবচেয়ে বেশি শটে ফলাফল নির্ধারণের ঘটনা ছিল ২০০৭ সালে। উয়েফার অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সর্বাধিক ৩২ শটের ঘটনা ঘটেছিল। ওই ম্যাচ নেদারল্যান্ডস জিতেছিল ১৩-১২ ব্যবধানে।
তবে উয়েফার সর্বাধিক শটের রেকর্ড হলেও বিশ্বরেকর্ড হয়নি। যে রেকর্ডটি ইসরায়েলের তৃতীয় সারির দুই ক্লাবের দখলে। ডিমোনা এবং শিমসন তেল আবিবের মধ্যকার এক ম্যাচে ফলাফল নির্ধারণ করতে ৫৬টি শট নিতে হয়েছিল।







