এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সময়ের হিসেবে আর কয়েকঘণ্টা পরই গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শিরোপামঞ্চে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে প্রথম শিরোপার খোঁজে থাকা ইংল্যান্ড। ফাইনাল মহারণে নিরাপত্তা নিশ্চিতে চার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মানি প্রশাসন।
বার্লিনের অলিম্পিয়াস্ট্যাডিয়নে স্থানীয় সময় রাত নটায় (বাংলাদেশ সময় রাত ১টা) গড়াবে মাঠের লড়াই। তার আগেই মাঠের নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
রোববার স্থানীয় সময় দুপুর থেকেই জার্মান সেনাবাহিনীর বিশেষ টিম বার্লিন পুলিশের সঙ্গে পুরো স্টেডিয়ামে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করা হয়েছে তাতে। এছাড়া স্টেডিয়ামসংলগ্ন এলাকা ও শহরজুড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার লিম্পিয়াস্ট্যাডিয়নের প্রায় সকল টিকিটই বিক্রি হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার সকালেই ৫০ হাজারের বেশি ইংলিশ সমর্থক বার্লিনে পৌঁছেছেন। সময়ের সাথে তা বেড়েছে। স্পেনের সর্মথকদের সংখ্যা তারও বেশি।
জার্মানির বিভিন্ন বড় শহরে বড় পর্দায় খেলা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বার্লিনের ব্যান্ডেনবুর্গে ফ্যান অ্যারেনাতে ৫০ হাজারের বেশি দর্শক ম্যাচটি দেখবেন।








