দু-সপ্তাহে মাত্র চারটি পর্ব প্রচার হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। এতে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে তারকা বহুল এই সিরিয়ালটি। সিরিয়ালটির পর্বগুলো দর্শক বলছে, ‘নেশার মতো হয়ে গেছে, না দেখলে যেন নয়!’
মূলত একটি যৌথ পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি টানাপড়েন নিয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। চ্যানেল আইয়ের পর্দা এবং সিনেমাওয়ালা ইউটিউবে চারটি পর্ব প্রচারের পর আলোচনা তৈরি করেছে সিরিয়ালটি। দর্শকরা মন্তব্যে করে, দৈনিক একটি করে পর্ব চাচ্ছে!
ইউটিউব থেকে নাটকটি দেখে বেশীরভাগ দর্শক লিখছেন, দারুণ লাগছে। কেউ কেউ পরিবারের এই গল্পে নিজেদের জীবনের মিল খুজে পাচ্ছেন।
তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদিও সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত।
নির্মাতা রাজ জানিয়েছেন, এই কনসেপ্টে আড়াই বছর আগে তিনি ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।
‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।
সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।








