চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে মিরাজ ও ইবাদত

গত বছরটা দারুণ কেটেছে বাংলাদেশি দুই তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের। ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে উঠেছে তাদের নাম।

শনিবার ক্রিকইনফো বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হয়। নারী-পুরুষ মিলিয়ে মোট ১৬ ক্যাটাগরিতে বর্ষসেরাদের নাম ঘোষণা করে সংস্থাটি।

Bkash July

ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে দারুণ পরফরম্যান্সে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ২৫ বর্ষী অলরাউন্ডার মিরাজ। আর টেস্ট বোলিংয়ের বর্ষসেরা পারফরমার ২৯ বর্ষী পেসার ইবাদত।

২০২২ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়ে যান মিরাজ। আটে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় উপহার দিয়েছিলেন মিরাজ। আর সেই ইনিংসটির জন্যই বর্ষসেরা হলেন মিরাজ।

Reneta June

অন্যদিকে মাউন্ট মুঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইবাদত। সে ম্যাচে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিউইদের অল্প রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের নায়ক ইবাদত পেলেন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি।

পুরস্কার পেয়ে ইবাদত সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন সে সময়ের বোলিং কোচ ওটিস গিবসনকে।

Labaid
BSH
Bellow Post-Green View