এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টানা চারবার শিরোপা জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ক্লাবটির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে পেপ গার্দিওলার দল। সোনালী সময়ে ক্লাবটিকে গুণতে হচ্ছে জরিমানা। দেরি করে ম্যাচ শুরু করার দায়ে মোটা অংকের জরিমানা হয়েছে সিটির।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে সবমিলিয়ে ২২বার নির্ধারিত সময়ের পর ম্যাচ শুরু করার কারণে ২০ লাখ ৯০ হাজার পাউন্ড জরিমানা হয়েছে দলটির। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৫৬ লাখ টাকার বেশি।
সবশেষ দুই মৌসুমে ম্যাচে কিকঅফ এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দেরি করেছে ক্লাবটি। এ কারণে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জরিমানা করেছে। প্রিমিয়ার লিগের এল৩৩ ধারা ভঙ্গ করে জরিমানার মুখে পড়তে হল সিটিকে। অবশ্য দেরি করার কথা স্বীকার করে নিয়েছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি।








