
কোচের দায়িত্ব থেকে গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর প্রথমবার মাঠে নেমেছিল চেলসি। মৌসুমে বাজে সময় পার করা লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপেরও একই পরিণতির শঙ্কা আছে। এমন পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় দুদল। মাঠের পারফরম্যান্সে দুই জায়ান্টই করেছে হতাশ। গোলশূন্য ড্রয়ে শেষ হয় খেলা।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ম্যাচ শেষে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা চেলসি ৩৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।
পটারের পরিবর্তে ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ব্রুনো সল্টোরের অধীনে ফুটবলাররা গোলের বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।
টানা চার ম্যাচে হারের পর সেই ধারা থেকে অলরেডরা বেরিয়ে আসতে সক্ষম হলেও আগামী মৌসুমে তাদের ইউরোপা লিগে খেলাটাও হুমকির মুখে থাকছে।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ বলেছেন, আজকে দুটি দলেরই আত্মবিশ্বাস কম ছিল। তবে সত্যিই লড়াই করছিল। আমরা এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট আছি। অনেক লড়াই করেছি। আমাদের এ ধারা চালিয়ে যেতে হবে।
ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে হারের পর শুরুর একাদশে ছয়টি পরিবর্তন আনেন ক্লপ। মোহাম্মেদ সালাহ, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এবং অ্যান্ডি রবার্টসন বেঞ্চে বসে ছিলেন। অসুস্থতার জন্য খেলেননি ভার্জিল ফন ডাইক।