চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যাদের নিয়ে বাংলাদেশে আসছে বাটলারের ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টির সিরিজের জন্য দল দিয়েছে ইংল্যান্ড। টম অ্যাবেল এবং রেহান আহমেদকে দুই ফর‌ম্যাটেই জায়গা দিয়ে টাইগার ডেরায় আসছে ইংলিশরা। দুই ফরম্যাটে অধিনায়ক থাকছেন জস বাটলার।

গতবছরের ডিসেম্বরে ইংল্যান্ড জার্সিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক রেহান আহমেদের। থমাস বেঞ্জামিন অ্যাবেল এখনও অভিষেকের অপেক্ষায়। প্রথমবার ডাক পেলেন সমারসেটের ব্যাটিং-অলরাউন্ডার।

Bkash July

আসছে ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম এবং ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেটি হবে। সিরিজের শেষ ওয়ানডে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

৯ মার্চ সিরিজের প্রথম টি-টুয়েন্টি বন্দরনগরীতে খেলে ঢাকায় ফিরবে দুদল। ১২ এবং ১৪ মার্চ বাকি দুটি টি-টুয়েন্টি হবে মিরপুরে।

Reneta June

ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস এবং মার্ক উড।

ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস এবং মার্ক উড।

Labaid
BSH
Bellow Post-Green View