শুরুটা করেছিলেন ওয়ার্নার ও হেড, ৫ ওভারে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়ে বিচ্ছিন্ন হন। পরে কেউ তাদের ব্যক্তিগত সংগ্রহ ছাড়িয়ে যেতে না পারলেও ছোট-মাঝারি অবদান রেখেছেন। যাতে ভর করে ইংল্যান্ডকে ২০২ রানের চ্যালেঞ্জ জানিয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিজটাউনে দুই শক্ত প্রতিপক্ষের লড়াইয়ে টসে জিতে আগে বোলিং নেয় ইংল্যান্ড। নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০১ রান জমা করেছে অস্ট্রেলিয়া।
শুরুতে ঝড় তোলা ডেভিড ওয়ার্নার ২ চার ও ৪ ছয়ে ১৬ বলে ৩৯ করে মঈন আলীর বলে বোল্ড হন। তার ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড ২ চার ও ৩ ছয়ে ১৮ বলে ৩৪ করে ফেরেন জফরা আর্চারের বলে বোল্ড হয়ে।
তিনে নামা অধিনায়ক মিচেল মার্শ ২টি করে চার-ছয়ে ২৫ বলে ৩৫ করে রানচাকা সচল রাখেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩ চার এক ছয়ে ২৫ বলে ২৮ করে চাকা ঘোরাতে সচেষ্ট থাকেন।
মাঝে মার্কাস স্টয়নিস ২টি করে চার-ছয়ে ১৭ বলে ৩০ রান করে যান। শেষদিকে টিম ডেভিড ৮ বলে ১১, ম্যাথু ওয়েড ৯ বলে ১৬ রানে অপরাজিত থেকে শুরুর দিশাকে সুন্দর সমাপ্তি দেন।
ক্রিস জর্ডান নেন ২টি উইকেট। মঈন, আর্চার, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট নেন গণ খরুচে দিনে।







