ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দিনে লিভারপুলের মাঠে বর্নবাদী আচরণের মুখে পড়েছে বোর্নমাউথের ফরোয়ার্ড অ্যান্তেনিও সিমিওনে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ৪-২ ব্যবধানে বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচ জিতেছে। তবে লিভারপুল রোমাঞ্চকর ম্যাচ জিতলেও বিতর্কের ছাপ থেকে গেছে। সিমিওনের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচের ২৮ মিনিটের মাথায় কিছু সময় ম্যাচ বন্ধ রাখেন রেফারি।
২৫ বর্ষী সিমিওনের অভিযোগের প্রেক্ষিতে ৪৫ বছর বয়সী একজনকে দর্শককে গ্যালারি থেকে গ্রেপ্তার করে মার্সিসাইড পুলিশ। ইউরোপীয় সংবামাধ্যমে খবর, বিতর্কিত ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, ‘এমন ঘটনা কোনো স্টেডিয়ামে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে অ্যানফিল্ডে তো ঘটারই কথা না। দুর্ভাগ্যবশত এমন ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে।’
‘আমি অ্যান্তেনিওর সাথে কথা বলেছি। আশ্বাস দিয়েছি যদি তিনি দোষী হন, ক্লাব তার বিরুদ্ধে সবধরণের ব্যবস্থা নিবে। বর্ণবাদী আচরণের পরও সিমিওনে ম্যাচে দুই গোল করেছেন। অবশ্য তিনি মানসিকভাবে শক্তিশালী ছিলেন, এজন্য তাকে সাধুবাদ জানাচ্ছি।’








