ইকুয়েডর ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার ১১ আগস্ট পুলিশ জানিয়েছে,৫৯ বছর বয়সী সাংবাদিক এবং দুর্নীতি বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্রুসেডার ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় ছয় কলম্বিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত বুধবার রাতে ক্রুসেডার ফার্নান্দো রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। এই ঘটনায় অন্য একজন কলম্বিয়ান হামলাকারী, নিরাপত্তা এজেন্টদের গুলিতে নিহত হয়েছে।
ইকুয়েডর স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেছেন, হামলাকারীরা এক সংগঠিত অপরাধ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল।
৬৫ বছর বয়সী গৃহবধূ রুথ ফ্লোরেস এএফপিকে বলেছেন,আমাদের দেশে সততার আশা হিসেবে দেখেছেন এমন একজনকে হত্যার কারণে মানুষ ক্ষুব্ধ। তিনি এমন একজন প্রার্থী ছিলেন যিনি মাদকের দুর্নীতির নিন্দা করেছেন। তিনি দেশের পরিস্থিতিকে খুব উদ্বেগজনক বলে বর্ণনা করেছিলেন। এখন দেশের অবস্থা এমন আপনি শান্তিতে হাঁটতে পারবেন না, এখানে কোন নিরাপত্তা নেই।
ইকুয়েডরের রাষ্ট্রপতি গুইলারমো ল্যাসো দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সাহায্যের জন্য ইকুয়েডরের অনুরোধ গ্রহণ করেছে। শীঘ্রই একটি প্রতিনিধি দল ইকুয়েডরে আসবে।







