চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মনের কথা পড়বে ইলন মাস্কের নতুন প্রযুক্তি ‘নিউরোলিঙ্ক’

KSRM

ইলন মাস্কের মনের কথা পড়তে পারার প্রযুক্তি নিউরোলিঙ্ককে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজ জানিয়েছে, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে এই প্রথম মানুষের মস্তিস্কে স্থাপন করে ক্লিনিক্যাল গবেষণা পরিচালনা করার জন্য অনুমোদন পেয়েছে নিউরোলিঙ্ক।

Bkash July

২০১৬ সালে ইলন মাস্ক নিউরোলিঙ্ক নামক প্রযুক্তি চিপ তৈরির লক্ষ্য স্থির করেন। এটি এমন একটি চিপ যা কিনা মানুষের মস্তিস্কে স্থাপনের মাধ্যমে মস্তিস্কের কঠিন ও জটিল কার্যক্রম ডিকোড করার মাধ্যমে মনের অনুভূতি পড়তে সক্ষম হবে। এছাড়া স্মৃতি পুনরুদ্ধার করতেও সাহায্য করবে এই প্রযুক্তি।

আশা করা হচ্ছে প্রযুক্তিটি সফল হলে এটি পারকিনসন্স, ডিমেনশিয়া এবং আলজাইমারের মতো মস্তিষ্কের রোগের চিকিৎসায় অবদান রাখবে।

Reneta June

২০১৯ সাল থেকেই ইলন মাস্ক ভবিষ্যদ্বাণী করছিলেন যে, নিউরোলিঙ্ক মানবদেহে পরীক্ষার জন্য এফডিএ থেকে অনুমোদন পাবে। এর আগে ২০২২ সালের শুরুর দিকে নিউরোলিঙ্কের আবেদন প্রত্যাখ্যান করেছিল এফডিএ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View