ইলন মাস্ক এবং তার প্রাক্তন প্রেমিকা গ্রিমসের তিন সন্তান রয়েছে। সম্প্রতি তিন সন্তানের অভিভাবকত্ব দাবি করে গ্রিমস ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রিমস একজন কানাডিয়ান সংগীতশিল্পী যার আসল নাম ক্লেয়ার বাউচার।
গত শুক্রবার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে সন্তানের অভিভাবকত্ব দাবি করেছেন গ্রিমস। ৫২ বছর বয়সী ইলন মাস্ক এবং ৩৫ বছর বয়সী গ্রিমস এর একসঙ্গে তিন সন্তান রয়েছে।
গ্রিমস তার পিটিশনে দাবি করেছেন, ইলন মাস্ক তাকে তার সন্তানদের সাথে যোগাযোগ করতে দেন না। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে তারা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি হয়।
তবে গত মাসে সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসনের ‘ইলন মাস্ক’ জীবনীতে প্রকাশ পায় তাদের তৃতীয় সন্তানের কথা।

ইলন মাস্ক তিনটি ভিন্ন সম্পর্কে থাকা অবস্থায় ১০ সন্তানের পিতা। ২০২১ সালে নভেম্বর মাসে ইলন মাস্ক নিউরালিংকের অপারেশনস এবং বিশেষ প্রকল্পের পরিচালক শিভন জিলিসের সাথে যমজ সন্তানদের পিতা হয়েছেন।
বিজ্ঞাপন