এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, সবচেয়ে ধনী ব্যক্তি, বিলিয়নিয়ার ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়েছেন।
বৃহস্পতিবার ২ অক্টোবর জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
টেসলা ও স্পেসএক্সের প্রধান ৫০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন। টেসলার শেয়ার পুনরুদ্ধার হওয়া এবং বিভিন্ন ব্যবসায়িক সাফল্যের কারণে তার সম্পদ সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারস ট্র্যাকার অনুযায়ী, ৫৪ বছর বয়সী মাস্কের মোট সম্পদ বুধবার ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, পরে তা সামান্য কমে ৪৯৯.১ বিলিয়নে নেমে আসে।
তার পরেই রয়েছেন ওরাকলের সিইও ল্যারি এলিসন, যার মোট সম্পদ ৩৫০.৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন, মেটা সিইও মার্ক জাকারবার্গ, যার মোট সম্পদ ২৪৫.৮ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার পর, ১৯৯৯ সালে মার্কিন কম্পিউটার নির্মাতা কম্প্যাকের কাছে একটি অনলাইন প্রকাশনা সফটওয়্যার কোম্পানি ৩০ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি করে তিনি প্রথম লক্ষ লক্ষ টাকা আয় করেন।
অবশেষে তার পরবর্তী কোম্পানি পেপ্যালের সাথে একীভূত হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এই প্রযুক্তি উদ্যোক্তা ২০০২ সালে মহাকাশ রকেট কোম্পানি স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। এরপর ২০০৪ সালে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার চেয়ারম্যান হন।








