ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের একজন সদস্য জানান, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুই-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার আগে ৭ ডিসেম্বর কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তফসিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রস্তুতি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে আগেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছিল ইসি।







