এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত মৌসুমে একটি এল ক্ল্যাসিকোও জেতেনি রিয়াল মাদ্রিদ। চারটির সবকটি হেরে চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জয় তোলে রিয়াল। লস ব্লাঙ্কোসদের ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে বার্সেলোনার বিপক্ষে টানা চার ম্যাচে গোল করে জায়গা করে নিয়েছেন এল ক্ল্যাসিকো বিশেষ এক ক্লাবে।
এল ক্ল্যাসিকোতে টানা চার ম্যাচে গোল করা ক্লাবের সবাই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে ব্যালন ডি’অর জয়ী। এমবাপেই একমাত্র যিনি এই কীর্তি গড়লেন কিন্তু এখনো ব্যালন ডি’অর জেতেননি।
এমপাবে একবিংশ শতাব্দির তৃতীয় ফুটবলার হিসেবে এল ক্ল্যাসিকোতে টানা চার ম্যাচে ছয় গোল করলেন। বার্সেলোনার ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদিনহো ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত চার এল ক্ল্যাসিকোয় করেছিলেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের সাবেক ক্রিস্টিয়ানো রোনালদো ২০১২তে টানা ছয় ম্যাচে করেছিলেন ছয় গোল।
যদিও এমবাপের ফরাসি ক্লাব পিএসজি থেকে রিয়ালে নাম লেখানোর পর প্রথম দেখায় বার্সেলোনার সঙ্গে পান হারের স্বাদ। বার্সেলোনার বিপক্ষে ৪-০তে হেরেছিল রিয়াল। স্প্যানিশ সুপার কাপে ৫-২ ব্যবধানে হারের দিনেও লস ব্লাঙ্কোসদের হয়ে গোল করেন এমবাপে।
গত মৌসুমে কোপা ডেল রে’তে বার্সার সঙ্গে ৩-২ ব্যবধানে হেরেছিল রিয়াল। লা লিগার গত মৌসুমের শেষ ম্যাচে ৪-৩ ব্যবধানে হারে রিয়াল। তবে, রিয়ালে এসে সেই ক্ল্যাসিকোয় নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এমবাপে।
বার্সেলোনার বিপক্ষে এমবাপে পুরো ক্যারিয়ারে ৯ ম্যাচে ১২ গোল করেছেন। যদিও চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা লা লিগায় ১০ ম্যাচে ১১ গোল ও দুই অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তার গোলসংখ্যা পাঁচ।








