এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় গণভোট আয়োজন ও আরও তিন দফা দাবি জানানো হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো পল্টন মুখর হয়ে ওঠে।
সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সরকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে আলোচনার পথ আটকে দিয়েছে।
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে পালানোর পথ পাবেন না।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “জুলাই সনদ ছাড়া দেশের মাটিতে কিছুই হবে না। যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্যে জানতে চাই। প্রয়োজন হলে রক্ত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।”
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, “যা সংস্কার হয়েছে তা বাস্তবায়ন না হলে নির্বাচনের আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় নির্বাচনের বৈধতার জন্য ফেব্রুয়ারির আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। এর ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হচ্ছে না, ততক্ষণ আন্দোলন চলবে। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান জানায় না, তারা জাতীয় নির্বাচনের মানুষের মতকে কীভাবে সম্মান দেবে?”
গত ৩০ অক্টোবর আট দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে দাবি জানিয়েছিল।
আট দলের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।









