
ঈদুল আযহার ৮ দিনব্যাপী চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালার শেষ দিন শনিবার (১৬ জুলাই)। এদিন বিকেলে রয়েছে মাহমুদ দিদার পরিচালিত টেলিছবি ‘ফুলবউ’।
মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই টেলিছবি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন সামিরা খান মাহি। এছাড়াও অভিনয় করেছেন খায়রুল বাসার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
টোল আদায়কারী যুবক নূরের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসার। একটা চরে কিছু পেশাজীবী মানুষের ক্ষমতা আর অসহায়ত্বের গল্পের মধ্য দিয়ে খায়রুল বাসার আর ফুলবউ সামিরা খান মাহির প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন।
বিজ্ঞাপন