চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮ দিনব্যাপী ৭ চলচ্চিত্র, নতুন ১০ টেলিছবি ও ১৫ নাটক

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। যা শুরু হবে ঈদের আগের দিন থেকে।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৬টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ও রাজ্জাক-কবরী জুটির আলোচিত সিনেমা ময়নামতি।

এ চলচ্চিত্রগুলো প্রতিটিই দেখানো হবে ঈদের প্রথম দিন থেকে ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে:

ঈদের দিন : ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াত। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুস্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ।

ঈদের ২য় দিন : ‘নবাব এল এল.বি’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের ৩য় দিন : গাজী রাকায়েতের আলোচিত সিনেমা ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, দীপাম্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুাতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ।

ঈদের ৪র্থ দিন : অনন্য মামুন পরিচালিত আরো একটি আলোচিত সিনেমা ‘কসাই’। এই সিনেমায়অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ।

ঈদের ৫ম দিন : রুবাইয়াত হোসেন পরিচালিত প্রশংসিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এতে অভিনয় করেছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান, রানা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন : চিত্রনায়ক নায়ক রাজ রাজ্জাক হারিয়ে গেছেন আগেই, মহামারী করোনা কেড়ে নিলো কিংবদন্তী নায়িকা কবরীকেও। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আবারও এই দর্শকপ্রিয় জুটির সাড়া জাগানো সিনেমা ‘ময়নামতি’ দেখতে পারবেন দর্শকরা! প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত ছবি ‘ময়নামতি’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ছবিটি।

ঈদের ৭ম দিন : ‘সুতপার ঠিকানা’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অর্পণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এস এম মহসীন, নাভিদ মুনতাসির প্রমুখ।

 

Channelionline.nagad-15.03.24

শীর্ষ তারকাদের নতুন ১০ টেলিছবি

ঈদের দিন: টেলিমুভি ‘মনের আড়ালে মন’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়ে মৌ, গাজী নুর, শরীফ সিরাজ, মাসুম বাশার। প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘মি. এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’। রচনা রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ঘটনা সত্য’। রচনা রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘আগডুম বাগডুম’। এটি রচনা করেছেন রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘পান্তা ভাতে ঘি’। রচনা রাজীব আহমেদ, নির্মাণ করেছেন বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পূনর্জন্ম’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ।

ঈদের ৫ম দিন: টেলিফিল্ম ‘কন্ট্রাক্ট ভাই’। রচনা মুনতাহা বৃত্তা ও পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে ইরেশ যাকের, সাফা কবির, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘সদা সত্য কথা বলিব’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘কুকুর স্বভাব’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, চমক, ইমন, আহসান হাবিব প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘চুমকি চলেছে’। রচনা ও পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, খায়রুল বাশার প্রমুখ।

Channelionline.nagad-15.03.24

Channelionline.nagad-15.03.24

৮ দিনে নতুন ১৫ নাটক

ঈদের আগের দিন: রেজানুর রহমানের নাটক ‘লকডাউনের ভালোবাসা’। প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে।

ঈদের দিন: নাটক ‘হ্যালো শুনছেন’। রচনা রাশাত রহমান জিকো। পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।

ঈদের রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’। মূল গল্প রাবেয়া খাতুন। রচনা মাসুম শাহরিয়ার এবং পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নিরব, মারিয়া নূর, নিশাত প্রিয়ম, মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।

ঈদের ২য় দিন: নাটক ‘রঙিলা ফানুস’। রচনা জান্নাতুল ফেরদৌস লাবন্য ও পরিচালনা শিহাব শাহিন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘পরগাছা’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অথৈ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ।

ঈদের ৩য় দিন: নাটক ‘দ্বিতীয় সূচনা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, ইন্তেখাব দিনার প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘শোকসভা’। রচনা ইশতিয়াক অয়ন ও পরিচালনা সঞ্জয় সমদ্দার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ, মুনিরা মিঠু, রাশেদ মামুন অপু, মৌরি মৌ প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘ভাগ্যক্রমে’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে।

একই রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ক্রাইম পার্টনার’। রচনা শফিকুর রহমান শান্তুনু ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে জোভান, তানজিন তিশা প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘স্বপ্নের নায়িকা’। রচনা রাসেল আযম ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, পায়েল প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘হার্ট টু হার্ট’। রচনা শফিকুর রহমান শান্তুনু ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, সারিকা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘আইন’। রচনা ও পরিচালনায় গিয়াসউদ্দিন সেলিম। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, তানজিনা হক মাইশা প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ফরেন বাবুর্চি’। রচনা কুদরত উল্লাহ ও পরিচালনায় অলোক হাসান। অভিনয়ে তৌসিফ মাহবুব, নাদিয়া নদী, তানজিম হাসান প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘ওয়ান সাইডেড লাভ’। রচনা মাহমুদ মাহিন ও সৌরব ইশতিয়াক। পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে জোভান, পায়েল প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘যত্ন’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।