সপ্তাহ খানেক পরেই ঈদুল আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।
টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। রচনা ও পরিচালনা কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।
ঈদের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’। রচনা সিদ্দিক আহমেদ, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী।
ঈদের ২য় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তবুও মন’। রচনা কিঙ্কর আহসান। পরিচালনায় আবুল খায়ের চাঁদ। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।
ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অসময়ের লাল গোলাপ’। রচনা ও পরিচালনায় সৈয়দ শাকিল। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা।
ঈদের ৩য় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মোশাররফ, হিমি অভিনীত টেলিফিল্ম ‘জামাই বেশী বুঝে’। রচনা ও পরিচালনায় সোহেল হাসান।
টেলিফিল্ম ‘নসিব’। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
এদিন বিকেল সাড়ে ৪টায় থাকছে টেলিফিল্ম ‘মাছে ভাতে বাঙ্গালী’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।
ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্লিজ গো’। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্না। অভিনয়ে তৌসিফ, সাদিয়া আয়মান প্রমুখ।
টেলিফিল্ম ‘কেন এই নিসঙ্গতা’। রচনা অপূর্ব রুবেল। পরিচালনায় আশিকুর রহমান। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির, দিলারা জামান, গাজী রাকায়েত প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘সেলিব্রেটি জ্যাকি’। রচনা ও পরিচালনায় সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, হিমি প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘জনমে জনমে’। রচনা ও পরিচালনায় তৌফিকুল ইসলাম। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নিহা প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।
ঈদের ৭ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বেশি বলে বুলবুলি’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে তৌসিফ, তটিনী প্রমুখ।
টেলিফিল্ম ‘আগলে রেখো আমায়’। রচনা গাজী সাইফ জামান, পরিচালনায় মাকসুদুল রহমান বিশাল । অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান, মিতু সুলতানা প্রীতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।








