চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদের দ্বিতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা

KSRM

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের  দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে 

Bkash

সিনেমা: এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক দেখবেন বহুল আলোচিত বাংলা ছবি ‘অপারেশন সুন্দরবন’। পরিচালনায় দীপংকর দীপন। অভিনয়ে রিয়াজ, জিয়াউল রোশান, সিয়াম, আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

টেলিফিল্ম: দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘আঁধার’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহববু, তানজিন তিশা প্রমুখ।

Reneta June

নাটক: ভিকি জাহেদের বহুল প্রতীক্ষিত নাটক ‘পুনর্জন্ম অন্তিম পর্ব (প্রথম অংশ)। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, নওশাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব (দ্বিতীয় অংশ) প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

কৃষকের ঈদ আনন্দ: প্রতি ঈদেই গ্রামবাংলা থেকে শুরু করে শহরের সকল শ্রেণীর টেলিভিশন দর্শকের প্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদ-উল-আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে।

বিজ্ঞাপন

গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলায় ভরপুর থাকবে। ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View