চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খুন করে মৃতদেহ টুকরো করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু

ছুরিকাঘাতে খুন করে গৃহপরিচারিকার মৃতদেহ টুকরো করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এক মিশরীয় ব্যক্তির। ধারণা করা হচ্ছে, খুন করার পর মৃতদেহ লুকাতে সে মৃতদেহ টুকরো করতে চেয়েছিল।

কায়রো২৪ ডট কমের সূত্রে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

Bkash July

তাদের মৃত্যুর অন্তত চার দিন পর কায়রোর আল-মারজ জেলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগে ওই ব্যক্তির স্ত্রী ২০ দিন আগে রাগারাগি করে বাড়ি থেকে চলে গিয়েছিল।

আশপাশের বাসিন্দারা অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসার পর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে।

Reneta June

রিপোর্টে বলা হয়েছে, লোকটি মহিলার দেহ টুকরো টুকরো করে কেটে বালতিতে ফেলে দিয়েছিল।

প্রতিবেশী বলেছেন, দৃশ্যটি ভয়ঙ্কর ছিল… মহিলার দেহটি বিকৃত ছিল এবং ওই ব্যক্তি তার পাশে মৃত অবস্থায় পড়ে ছিল।

Labaid
BSH
Bellow Post-Green View