এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ইকুয়েডর। টাইব্রেকারে হেরে যাওয়ার পর দলটির কোচ ফেলিক্স সানচেজকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও মেসিদের কাছে হেরে শুক্রবার এমন সিদ্ধান্ত নেয় এফইএফ।
ইকুয়েডর ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘আমরা ফেলিক্স এবং তার কোচিং স্টাফদের কাজ এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই এবং একইসাথে তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করছি।’
৪৮ বর্ষী সানচেজ ২০১৯ সালে কাতারকে এএফসি এশিয়ান কাপ জিতিয়েছিলেন। ২০২৩ সালের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ। মেয়াদ শেষের আগেই বিদায় নিতে হল।
আসরে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের প্রতিপক্ষ আর্জেন্টিনা খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে সমতায় আসার সুযোগ থাকলেও পারেনি দলটি। পরে ইনজুরি টাইমে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৪-২ ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা, হেরে বিদায় নেয় সানচেজের শিষ্যরা।








