চলপশ্চিম আফ্রিকা জোট-ইকোয়াসের নেতাদের বৈঠকে নাইজারে মান রাজনৈতিক সংকট মোকাবিলায় অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুশিয়ারি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সংকট নিরসনে জোর দিলেও সামরিক বাহিনী প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই আফ্রিকান জোট। সামরিক হস্তক্ষেপের হুমকির পর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেনা শাসিত সরকার।







