আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সভায় বসেছে নির্বাচন কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়।
সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব সভায় রয়েছেন।
প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে ইসি রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করে। এ লক্ষ্যে ১০ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও কমিশনাররা। এরপরই তফসিল ঘোষণা করা হবে।
সভায় তফসিলের পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা, তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় নির্ধারণ, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, মতবিনিময় কার্যক্রম ও গণভোট আয়োজনের প্রস্তুতি এবং লজিস্টিক পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।








