চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। কর্মকর্তাদের দাবি, শুধুমাত্র তুরস্কে মৃতের সংখ্যা দশ হাজার।

বুধবার বিকেলে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, তুর্কি কর্মকর্তারা বলছেন, দেশটিতে আট হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিয়া থেকে সঠিক পরিসংখ্যান পাওয়াটা দুষ্কর।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রদেশ। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। শুধু তুরস্কের ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।