চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১২ বছর বয়সে ৫টি ডিগ্রি অর্জন

KSRM

ক্লোভিস হাং নামে ১২ বছর বয়সী এক ছেলে যুক্তরাষ্ট্রের ফুলারটন কলেজ থেকে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কলেজ থেকে হাং’কে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সামাজিক আচরণ ও স্ব-উন্নয়ন, শিল্প ও মানুষের অভিব্যক্তি এবং বিজ্ঞান ও গণিত বিষয়ে তাকে পাঁচটি ‘অ্যাসোসিয়েট অফ আর্টস’ ডিগ্রী দেওয়া হয়।

গত সোমবার তিনি এসব ডিগ্রি লাভ করেন। 

Bkash July

এনডিটিভি জানায়, ২০২০ সালে ১৩ বছর বয়সী একজনের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাং সর্বকনিষ্ঠ ব্যাক্তি হিসেবে স্নাতক অর্জন করতে চেয়েছিলেন।

হাং বলে, আমিও সর্বকনিষ্ঠ স্নাতক অর্জনকারী হতে চেয়েছিলাম।

Reneta June

তার মা সং চোই বলেছেন, হাং সবসময়ই স্ব-প্রণোদিত, লক্ষ্য-ভিত্তিক, পরিশ্রমী এবং কৌতূহলী। ফুলারটন কলেজে ‘বিশেষ ভর্তি’ প্রোগ্রামের অধীনে হাং ভর্তি হয়।

স্কুলের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক কেনেথ কলিন্স বলেন, প্রথমে আমি একটু চিন্তিত ছিলাম যে, বয়স এবং বিকাশগত পার্থক্যের কারণে তিনি অন্যান্য ছাত্রদের সাথে কীভাবে সম্পর্ক করবেন। তবে, এই উদ্বেগগুলো ভিত্তিহীন ছিল। হাং একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। সে পরিবেশের সাথে ভালোভাবেই মানিয়ে নিয়েছিল।

হাং এখন তার ষষ্ঠ ডিগ্রি অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View