এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। পুরোপুরি সেরে ওঠেননি। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। কিংবদন্তিকে ছাড়াই বিশ্বকাপ ছাইয়ে নেমেছিল আর্জেন্টিনা। মহাতারকার ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর অনুমতি পেয়েছিলেন পাওলো দিবালা, পেয়েছেন গোলও। এই জার্সি গায়ে জড়ালে সেরাটাই দিতে হবে, বলছেন ৩০ বর্ষী ফরোয়ার্ড।
বুয়েন্স আয়ার্সে শুক্রবার ভোরে চিলির বিপক্ষে ৩-০তে জিতেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে খুব বেশি ভালো করতে না পারলেও দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালার গোলে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
মাস দুয়েক আগে শেষ হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে ছিলেন না দিবালা। পরে ধরেই নিয়েছিলেন হয়ত আর দলে ফিরতে পারবেন না। চিলির বিপক্ষে ম্যাচ শেষে তার কথায় এমন ইঙ্গিত।
‘দলে ফিরতে পেরে, আবারও সতীর্থদের সঙ্গী হতে পেরে এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশি। যখন এই জার্সিটা গায়ে জড়াবেন, আপনাকে সেরাটাই দিতে হবে। ভেবেছিলাম হয়ত ডাক পাবো না। কিন্তু সেটা হয়নি। ফিরতে পেরেছি, খেলেছি, গোলও করেছি।’
আর্জেন্টিনা কোচ স্কালোনিকে নিয়ে দিবালা বলেছেন, ‘লিওকে (স্কালোনি) দীর্ঘদিন ধরে চিনি। আমাদের মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল। প্রথমদিন থেকেই আমাদের মধ্যে ভালো বোঝাপড়া। এটা খেলোয়াড়ের জন্য খুবই ভালো। কেননা জাতীয় দল অনেক খেলোয়াড়কে সমৃদ্ধ করে। সবসময় শুধু নিজের সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।’








