চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চামিরার বদলে লঙ্কান স্কোয়াডে থুসারা

এশিয়া কাপ-২০২২

কাফ ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুশমন্থ চামিরা। ডানহাতি পেসারের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন নুয়ান থুসারা। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

‘এশিয়া কাপের ২০ সদস্যের দলে চামিরার নাম রাখা হয়েছিল। অনুশীলনের সময় বাম পায়ের ইনজুরিতে পড়ায় সে এশিয়া কাপে খেলছে না। নির্বাচকরা নুয়ান থুসারাকে ২০ সদস্যের দলে জায়গা করে দিয়েছে।’

গত ২০ আগস্ট এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট। মেগা ইভেন্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালঙ্কা। দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরার। ইনজুরির কারণে ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ আগস্ট আরব আমিরাতের বিমান ধরার কথা রয়েছে দাসুন শানাকার দলের।

এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিডু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুওয়ানিদু ফার্নান্দো, নুয়ান থুসারা, দিনেশ চান্দিমাল।