চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন হতাহত

ভারতের উত্তরপ্রদেশের ভদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় অন্তত ৫২ জন আহত হয়েছেন।

মহাসপ্তমীর দিনে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

ভদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাবের আয়োজিত পুজো মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী ও ১০ বছর বয়সী শিশুর সঙ্গে মারা গিয়েছেন এক মহিলাও।

জেলাপ্রশাসক গৌরাঙ্গ রাঠি এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে মোট ৪২ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।পরে আহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।’

আহতদের বারাণসীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর গাড়ি। তবে উদ্ধারকাজ শুরুর আগেই মণ্ডপের ভিতরে থাকা ৫০ জনের বেশি আগুনে পুড়ে আহত হন। পরে মৃত্যু হয় তিনজনের।