বিচারক সংকটে লাখো মামলার জটে রংপুরের বিচার বিভাগ
বিচারক সংকটের কারণে লাখের বেশি মামলার জটে পড়েছে রংপুরের বিচার বিভাগ। হয়রানির শিকার হওয়ার পাশাপাশি নিঃস্ব হয়ে পড়ছেন বিচারপ্রত্যাশীরা। মামলা জট কমাতে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন বিচারপ্রত্যাশী ও সংশ্লিষ্টরা।