মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজকীয় বিয়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ মাহরার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যম খালিজ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।
রাজপরিবারের সদস্যরা তাদের বিয়ের বিষয়ে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। যদিও কবে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
শেখ মাহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম নবদম্পতির জন্য একটি কবিতা শেয়ার করেন। শেখ মানাও তার ইনস্টাগ্রামেও একই কবিতা শেয়ার করেন।

কবিতাটি দুই পরিবারের মধ্যে বিবাহের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময় লেখা হয়েছিল।
ফ্যাশন সচেতন শেখ মাহরার ঘোড়ার প্রতি রয়েছে প্রবল ভালোবাসা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়েও ডিগ্রি অর্জন করেছেন তিনি। শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা, যিনি দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তিতে বেশ কয়েকটি সফল উদ্যোগের সাথে জড়িত।








