এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুই বছর চেষ্টার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান মাদককারবারী রোনাল্ড রোল্যান্ড। মূলত, ইনস্টাগ্রামে স্ত্রীর দেওয়া বিভিন্ন পোস্টের লোকেশন পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোনাল্ড রোল্যান্ড একজন প্রভাবশালী মাদককারবারী। তাকে গত দুই বছর ধরে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়, মামলাটিকে এগিয়ে নিতে তারা রোনাল্ড এর স্ত্রী আন্দ্রেজা ডি লিমার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রাম অনুসরণ এবং পর্যালোচনা করতে থাকেন। আইডিতে স্ত্রী অসাবধানতাবশত লোকেশনসহ কিছু পোস্ট শেয়ার করেন, যেখান থেকে পরবর্তীতে রোনাল্ডকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, তার পোস্টগুলো প্যারিস, দুবাই, মালদ্বীপ এবং কলম্বিয়ার মতো বিভিন্ন বিদেশী গন্তব্যে তাদের ভ্রমণ প্রদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে তারা এমন কিছু চিহ্ন খুঁজে পান, যার মাধ্যমে তার কাছে পৌঁছানে সক্ষম হন।
মজার বিষয় হল, তার সাবেক স্ত্রী একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ার করায় ২০১৯ সালেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন।







