চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার আওয়ামী লীগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকের ভাগ্যোন্নয়নের সরকার। দেশ আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের এখন দেশের জন্য কাজ করার দরকার।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Bkash July

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন। যার কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থসেবা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ঔষধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামের বাড়িতেও গাড়ি নিয়ে যেতে পারছি। ৯৯% বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।

 

ISCREEN
BSH
Bellow Post-Green View