
শনিবার উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে দিনভর ‘আনকভারিং আনসারটেইনটিজ’ শিরোনামে টেডএক্স অনুষ্ঠানের আয়োজন করেছে ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা। এই অনুষ্ঠানে প্রতিকূলতা ও সাফল্যের গল্প শোনালেন অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।
ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনুপ্রেরণা উজ্জীবিত করার লক্ষে ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর উত্তরায় স্কুলটির সিনিয়র ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ড। শিবানন্দ সিএস। অনুষ্ঠানে বক্তা হিসেবে রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও উপস্থিত ছিলেন আজরা মাহমুদ, সুমন পাটোয়ারী, রাফসান শাবাব খান, রাবা খান, শীতম আহমেদ, জেএমবি আকাশ, ফাইরুজ খান ও মাসুদা খান।

এসময়ে অতিথি ও বক্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের মন্ত্রী (কনস্যুলার অ্যান্ড এডুকেশন) শ্রী রাজেশ কুমার অগ্নিহোত্রী।
এই প্রাণবন্ত আয়োজনে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা, দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অনিশ্চয়তা কাটিয়ে ওঠার জীবনমুখী বাস্তবতা তুলে ধরেন। বাধা কাটিয়ে ওথার অনুপ্রেরণাদায়ক গল্প বলেন, দক্ষতা অর্জনের ও নিজেকে গোড়ে তোলার অভিজ্ঞতা জানান।
বিজ্ঞাপন