তামিলনাড়ুর কারুরে ভয়াবহ পদদলিতের ঘটনায় ৪১ জনের মৃত্যু হওয়ার তিন দিন পর প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনকে উদ্দেশ্য করে আবেগঘন ভাষায় বলেন,“আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্ট্যালিন স্যার, তাদের ছুঁবেন না, তাদের কিছু করবেন না। যদি প্রতিশোধ নিতেই চান, সেটা আমার ওপর নিন। আমি আমার বাড়ি বা অফিসেই থাকব।”
বিজয় ভিডিওতে স্বীকার করেছেন, কারুরের ট্র্যাজেডি তাঁর জীবনের “সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত”।
তিনি বলেন,”আমার হৃদয় ভরা শুধু যন্ত্রণা… আর কিছু নয়। অনেকে প্রশ্ন করছেন কেন আমি কারুরে ফিরিনি। সেটা কেবল আমার ভালোবাসার কারণেই। এখন থেকে মানুষের নিরাপত্তাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা সব সময় নিরাপদ ভেন্যুর জন্য অনুরোধ করি। কিন্তু যা হওয়ার ছিল না, সেটাই হয়ে গেল। আমিও তো মানুষ, তাই না?”
বিজয় আরও জানান, কারুরের ঘটনার আগে তিনি পাঁচটি নির্বাচনী সমাবেশ করেছেন কোনো দুর্ঘটনা ছাড়াই। ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ভিডিওতে বিজয় বলেন, “মানুষ সব জানে, সব দেখছে। আমার রাজনৈতিক যাত্রা আরও শক্তিশালীভাবে এগিয়ে চলবে।” তিনি জোর দিয়ে বলেন।
এদিকে, বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)–এর রাজ্য সাধারণ সম্পাদক বুসসি আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমারের নামও এফআইআরে রয়েছে। তবে এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি।
এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে আছে ধারা ১০৫ (অপরাধমূলক হত্যাকাণ্ড, যা হত্যা নয়), ধারা ১১০ (অপরাধমূলক হত্যাচেষ্টার চেষ্টা), ধারা ১২৫ (অন্যের জীবন বিপন্ন করা) এবং ধারা ২২৩ (ঘটনাস্থলে নির্দেশ অমান্য করা)।
তামিলনাড়ু সরকার ইতোমধ্যেই ঘটনাটি তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীসনকে একক তদন্ত কমিশন গঠন করেছে।
এছাড়া, ‘রেডপিক্স’ নামে ইউটিউব চ্যানেল পরিচালনাকারী ফিলিক্স জেরাল্ডকে ঘটনাটি নিয়ে ভুয়া কনটেন্ট আপলোডের অভিযোগে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ানইন্ডিয়া








