চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন পরিচয়ে ডলি জহুর

প্রায় সাড়ে চার দশক ধরে অভিনয় করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ ডলি জহুর। অভিনয়ের জন্য সম্প্রতি সরকার কাছ থেকে পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কারও। এবার এই অভিনেত্রী উপস্থিত হচ্ছেন নতুন পরিচয়ে!

হ্যাঁ, এতোদিন ডলি জহুরকে অভিনেত্রী হিসেবেই দেখে আসলেও প্রথমবারের মতো এবার তাকে পাওয়া যাবে পরিচালনাতেও! আর পরিচালক হিসেবে তার অভিষেক হচ্ছে চ্যানেল আইতে!

দেশের জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলের জন্য ডলি জহুর নির্মাণ করেছেন একটি টেলিফিল্ম। নাম ‘দাঁড়কাক’। চলতি সপ্তাহিই চ্যানেল আইতে প্রচারের সম্ভাবনার কথা জানিয়েছেন ডলি জহুর।

প্রথমবার পরিচালনায় নাম লিখিয়ে ভীষণ খুশি ডলি জহুর। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দাঁড়কা ‘ টেলিফিল্মটির গল্পটা নিয়ে আমার বেশকিছুদিন ধরেই পরিকল্পনা ছিল। একটা কম্ফোর্ট জোনে আমি কাজটি করতে চেয়েছিলাম। আমি যখন চ্যানেল আইয়ের ইবনে হাসান খানের কাছে গল্পটি নিয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করি, ভাবতে পারিনি এতটা অনুপ্রেরণা পাব। ইবনে হাসান খান এবং সর্বোপরি চ্যানেল আই পরিবারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উত্তরায় শুটিং হওয়া ‘দাঁড়কাক’ নামের এই টেলিছবিতে অভিনয় করেছে তানজিকা আমিন ও নতুন অভিনেতা আসাজ জোবায়ের। তারা দুজনই ডলি জহুরের পরিচানায় কাজ করে উচ্ছ্বসিত।

Labaid
BSH
Bellow Post-Green View