চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জোকোভিচের

KSRM

ইউএস ওপেনে শিরোপা নির্ধারণী ম্যাচে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে ক্যারিয়ারের ২৪তম গ্র‍্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলেছেন সার্বিয়ান মহাতারকা। যুক্তরাষ্ট্রের আরেক মহাতারকা সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেছেন ৩৬ বর্ষী জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার রাতে রাশিয়ান তারকা মেদভেদেভের সঙ্গে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে জেতেন জোকোভিচ। প্রথম সেটে সহজে জয় পেলেও দ্বিতীয় সেটে অবশ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ২৭ বর্ষী মেদভেদেভ। শেষ পর্যন্ত তৃতীয় সেটে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাকে। তাতে রেকর্ডের চূড়ায় ওঠেন জোকোভিচ।

Bkash July

মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন সেরেনা উইলিয়ামসও। একাধিকবার চেষ্টা করেও পারেননি তিনি। এবার জোকোভিচের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়ে ৫০ বছর ধরে অক্ষত থাকা মার্গারেট কোর্টের এককভাবে নারী-পুরুষের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের পাশে নাম লেখালেন কেউ।

ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এটি স্পষ্টতই আমার কাছে পৃথিবীর সবকিছু। সত্যিই এখন আমার শৈশব স্বপ্নের মধ্যে আছি। এমনকিছু সেই সময়েই শুধু ভাবতাম। এরজন্য অবশ্য আমাকে ও আমার পরিবারকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View