চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নাদালের ২২ গ্র্যান্ড স্লামের রেকর্ড ধরলেন জোকোভিচ

সিৎসিপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। কিংবদন্তি রাফায়েল নাদালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও স্পর্শ করলেন সার্বিয়ান তারকা।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে গ্রিক তারকা স্টেফানো সিৎসিপাসকে টানা তিন সেটে হারিয়ে মুকুট জেতেন জোকোভিচ।

Bkash July

প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন জোকোভিচ। পরের সেটে লড়াইয়ে ফেরেন সিৎসিপাস। ৬-৬ সমতায় গেম গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৪ ব্যবধানে এগিয়ে দ্বিতীয় সেটও জিতে নেন সার্বিয়ান তারকা।

তৃতীয় সেটে সমানতালে চলতে থাকে লড়াই। ৬-৬ সমতায় এবারও টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে শুরু থেকে সিৎসিপাসকে চাপে রাখেন জোকোভিচ। সার্বিয়ান জোকার ৫-০তে এগিয়ে থাকলে ম্যাচে ফেরেন সিৎসিপাস। শেষপর্যন্ত ৭-৫ ব্যবধানে সেট জিতে নেন জোকো।

Reneta June

তিন ঘণ্টারও বেশি চলা লড়াইয়ে সিৎসিপাসের স্বপ্নভঙ্গ হয়েছে। তিনি তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে শিরোপা ছুঁতে পারলেন না। ২০২১ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও ৩৫ বর্ষী জোকোভিচের বিপক্ষে হেরেছিলেন।

Labaid
BSH
Bellow Post-Green View