স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড টপকে ছেলেদের এককে নতুন রেকর্ড এখন নোভাক জোকোভিচের। ফরাসি ওপেন জিতে ২৩ গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন সার্বিয়ান তারকা। এমন অর্জনের পরও নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করতে চান না ৩৬ বর্ষী জোকো।
রোববার প্যারিসের রোলাঁ গারোঁর কোর্ট ফিলিপ-চ্যাট্রিয়ারে ৩ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা ম্যাচে এটিপি র্যাঙ্কিংয়ের তিনে থাকা জোকোভিচ ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারান র্যাঙ্কিংয়ের চারে থাকা রুডকে। জয় পেয়ে জোকোভিচ বলেছেন, এমন অর্জন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে।
ম্যাচ শেষে তার দিকে প্রশ্ন যায়, নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করবেন কিনা। জবাবে জোকোভিচ বলেছেন, ‘এই আলোচনায় আমি যেতে চাই না। কারণ নিজেই আমার ইতিহাস লিখছি। সর্বকালের সেরা নিজেকে বলতে চাই না। আমার সেই আলোচনাগুলো অন্যকারো উপর ছেড়ে দিচ্ছি।’
ছেলে-মেয়ে মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি একক ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। আগামী জুলাইয়ে উইম্বলডনে মার্গারেট কোর্টে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে জোকোভিচের।
আগামী সোমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরতে চলা জোকোভিচ বলেছেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। আমার জীবনে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছি। যা অবিশ্বাস্য। সাত বছর বয়সে স্বপ্ন দেখতাম, একদিন উইম্বলডন জিতব এবং একদিন র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠব। এখানে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞ এবং ধন্য।’








