জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম সামনে রেখে মহাতারকা নোভাক জোকোভিচ এবং নিক কিরগিওস প্রথমবার দ্বৈত জুটিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে নেমেছিলেন। তারা জুটিতে অস্ট্রেলিয়ার কোর্টে নেমে মোটেও সুবিধা করতে পারেননি। বুধবার দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন।
জোকোভিচ ও কিরগিওস হেরেছেন দ্বৈতের সাবেক নাম্বার ওয়ান ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিক ও মাইকেল ভেনাসের কাছে। ম্যাচ শেষে ফল দাঁড়ায় ৬-২, ৩-৬ এবং ১০-৯। চোট সেরে ১৮ মাস পর কোর্টে ফিরেছিলেন কিরগিওস।
জিতে উচ্ছ্বসিত মেকটিক, ‘অসাধারণ। অনেক খুশি ছিলাম যখন দেখেছিলাম জানুয়ারির প্রথমদিন তাদের সাথে খেলতে পারব। এভাবে বছর শুরু করতে পারাটা বেশ পছন্দ হয়েছে এবং আমরা জানতাম এমন খেলোয়াড়দের কাছ থেকে কীভাবে পয়েন্ট আদায় করতে হয়।’
বছরে টেনিসের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে প্রথমটি অস্ট্রেলিয়ান ওপেন। এবারেরটি ১১৩তম আসর। শুরু হবে জানুয়ারির ৭ তারিখে, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রস্তুতি মোটেও ভালো হল না মহাতারকা জোকোর।







