কোন মাঠের খেলা ছাড়াই অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন নোভাক জোকভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ সার্বিয়ান তারকার শেষ ষোলর প্রতিপক্ষ ছিল জ্যাকব মেনশিক। তবে পেটের চোটের কারণে তাকে ম্যাচ প্রত্যাহার করতে হয়েছে।
সোমবার মেলবোর্নে জোকোভিচের বিপক্ষে ২০ বর্ষী এ চেক রিপাবলিকানের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচ প্রত্যাহার করায় জোকোভিচ সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ফন ডি জ্যান্ডসচুল্পকে ৬-৬-৭ সেটে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেন জোকোভিচ। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এথান কুইনকে হারিয়ে শেষ ষোলতে পৌঁছান মেনশিক।
মঙ্গলবার কোয়ার্টারে ইতালির লরেঞ্জ মুসেটির মুখোমুখি হবে সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা।








