এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার ২ অক্টোবর এক পূর্বাভাসে নদ-নদীর বর্তমান প্রবাহ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিনে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
বিশেষ করে ফেনী জেলায় মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সময়ে চট্টগ্রাম জেলায়ও ফেনী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তবে তৃতীয় দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
এছাড়া রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিনে আরও বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদিও ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে, তবুও সেগুলোতেও আগামী দিনগুলোতে পানির স্তর আবার বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতলেও আগামী তিন দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ার লক্ষ্য করা যাচ্ছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদি এই বন্যা কৃষি ও জনজীবনে সীমিত প্রভাব ফেললেও স্থানীয়দের সতর্ক থাকা এবং নদীসংলগ্ন এলাকা থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।








