যশোরের বেজপাড়া এলাকায় শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলার যুবলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়।
বিতরণ কর্মসূচিতে দেবাশীষ রায় বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকটে, সংগ্রামে যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
যশোরের শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক দেবাশীষ রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে ভিশন সামনে এনেছেন সেখানে যুবলীগই থাকবে সামনের কাতারে।
স্মার্ট ইকোনমি, স্মার্ট সমাজ ব্যবস্থায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন এই যুবলীগ নেতা।

কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা দেবাশীষ দাস দেবু, নিয়াজ মাহমুদ শাহীন, আরাফাত রহমান বাসিত, মহিদুল হাসান, সৈয়দ অনিন্দ্য হাসান, সাদমান সৌমিক দীপ, সাকিল, শোভনসহ অন্যরা।