উত্তর জনপদের সীমান্তবর্তী হিমালয় সংলগ্ন জেলা নীলফামারীতে শীত জেকে বসেছে। ঋতু বৈচিত্রের খেয়ালিপনায় সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ে রাস্তাঘাট। ফলে দিন ও রাতে শীতের প্রকোপ বেশি থাকায় কষ্টে অনেক শীতার্থ মানুষ। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরমের উষœতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আবারও শীতার্ত মানুষের মঝে বছরের শুরুতে শীতবস্ত্র বিতরণ করে ইংরেজী নতুন বছর বরণ করেছে ট্রাই ফাউন্ডেশন । নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট।







