অবশেষে মুক্তি মিলেছে কলম্বিয়ান তারকা ফুটবলার লুইস ডিয়াজের বাবার। অপহরণের ১২দিন পর তাকে মুক্তি দিয়েছে কলম্বিয়ার গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)। কলম্বিয়া সরকার লিভারপুল উইঙ্গারের বাবার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৮ অক্টোবর বারানকাসের একটি গ্যাস স্টেশন থেকে ডিয়াজের বাবা ও মাকে অপহরণ করে ইএলএনের সশস্ত্র সদস্যরা। এর কয়েকঘণ্টা পর অবশ্য ভেনেজুয়েলার সীমান্তের কাছ থেকে ডিয়াজের মাকে উদ্ধার করে কলম্বিয়ান পুলিশ। তবে তার বাবাকে উদ্ধার করতে ব্যর্থ হয় দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের হয়ে গোল করার পর তার বাবার মুক্তির জন্য আবেদন করেছিলেন। স্প্যানিশ ভাষায় ‘ফ্রিডম ফর পাপা’ লেখা টি-শার্ট পরেছিলেন তিনি। এরপর তাকে উদ্ধার করে কলম্বিয়ার পুলিশ।
বিজ্ঞাপন