এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নির্বাচন কমিশন (ইসি) রোববার (১৬ নভেম্বর) ও সোমবার (১৭ নভেম্বর) মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে।
শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানায়, ১৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ছয় দল, গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি এই সংলাপে অংশ নেবে।
সেদিনই দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়া ১৭ নভেম্বর সোমবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আলোচনায় বসবে, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
সোমবারই দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেষ দফার সংলাপে অংশ নেবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।








